North24Paragana1

Apr 01 2023, 17:23

*পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার রাখার জায়গাও পাহারা দেওয়ার নিদান নওশাদ সিদ্দিকীর*


উত্তর ২৪ পরগনা: তাকে জেলে পাঠানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নওশাদ সিদ্দিকী। ভোট লুট রোখার পাশাপাশি ব্যালট পেপার রাখার জায়গাও পাহারা দেওয়া হবে বলে জানান নওশাদ।

আগামী পঞ্চায়েত নির্বাচনে দল বেঁধে নমিনেশন জমা দিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাবেন। ভোট লুট আটকাবো ,ব্যালট পেপার থাকবে যেখানে সেখানে পাহারা দেব ,ভোট চুরি হতে দেব না ।শনিবার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় আইএসএফের দলীয় কর্মী সমাবেশে এসে কর্মীদের এমনটাই নির্দেশ দিতে দেখা যায় এই নেতাকে।

North24Paragana1

Apr 01 2023, 13:10

*বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি*


উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে ১লা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সে মতোই ব্যারাকপুরের বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের।পঞ্চায়েত প্রধান দীপা পাইক সহ সমস্ত পঞ্চায়েত সদস্যরাই দুয়ারে সরকার ক্যাম্পে হাজির ছিলেন।

এই ক্যাম্পে রাজ্য সরকার কর্তৃক জনহিত কর প্রকল্প গুলির মধ্যে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষের ভিড় সব থেকে বেশি। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলো পেতেও গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মানুষজন আসছেন আজকের এই দুয়ারে সরকার ক্যাম্পে এমনটাই জানালেন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক।

North24Paragana1

Mar 31 2023, 18:03

*পানিহাটি পৌরসভার এঞ্জেলনগরে একটি বাড়িতে আগুন*


উত্তর ২৪ পরগনা: পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঞ্জেলনগরের একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে নির্দিষ্ট সময় পৌছালেও তার আগেই আগুন নিভিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা।

দমকল কর্মীরা দমকল ইঞ্জিন স্টার্ট দিতে গেলেই যান্ত্রিক গোলযোগের কারণে দমকলের ইঞ্জিনটি স্টার্ট না হওয়ায় আগুন নেভানোর কাজ করতে সক্ষম হয়নি দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও দমকলের ইঞ্জিনটি বিকল অবস্থায় পড়ে থাকে ঘটনাস্থলে। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মানুষজন আগুন নিভে যাওয়ার পরেও দমকলের ইঞ্জিনটি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় দমকলের ইঞ্জিনটি বের করে নিয়ে যেতে সক্ষম হোন দমকল কর্মীরা।

North24Paragana1

Mar 31 2023, 17:02

*দলে না থেকেও সিপিএমের পাশে শাসনের মজিদ মাষ্টার*

উত্তর ২৪ পরগনা : আমার চিরকুটে চাকরি দেওয়ার ক্ষমতা ছিল না বললেন শাসনের প্রভাবশালী সিপিআইএম নেতা মজিদ মাস্টার। সিপিএমের সময় চিরকুটে চাকরি নিয়ে যখন গোটা রাজ্য সরগরম সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন সিপিএমের আমলে প্রচুর চাকরি হয়েছে চিরকুটে। এক প্রকার নস্যাৎ করে দিয়ে তার পাশের পঞ্চায়েত শাসন এর মজিদ মাস্টার বারাসাত আদালতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি সারা জীবনের একটি শিডুল টাইপ মেয়েকে চাকরি দেওয়ার জন্য তদবির করেছিলেন। সেটা হয়েছিল। কিন্তু তাছাড়া আর যা যা তদবির করেছেন একটিও চাকরি হয়নি। শিডুল টাইপের একটি মেয়েকে সমাজএর সামনে এগিয়ে নিয়ে আসার জন্যই তিনি ওই তদবির করেছিলেন বলে দাবি করেন।

মজিদ মাস্টার বলেন, তিনি রাস্তার লোক চিরকুট ফিরকুট কিছু বোঝেন না। তাপস চ্যাটার্জি সম্পর্কে মজিদ মাস্টার বলেন উনিও উপরের লোক। ওরা অনেক কিছু বলতে পারে আমি জানিনা ওদের ব্যাপারে। চিরকুট চাকরির বিষয় তদন্ত করে দেখুক সরকার ,আমি যদি ১০ বছর আগে চুরি করে থাকি আমাকে এখন ধরলেও আপত্তি নেই ।

North24Paragana1

Mar 31 2023, 17:01

*বারাসাতে ভরাট পুকুর খনন করা শুরু করল প্রশাসনের*

উত্তর ২৪ পরগনা: বারাসাত রথ তলা সংলগ্ন শিশির কুঞ্জ নবতীর্থে প্রায় এক বিঘা সমান পুকুর ভরাট করে দিব্যি ব্যবসা করছিল স্থানীয় কিছু যুবকরা। এবার সেই ভরাট পুকুর খনন করে পুনরায় পুকুর করার উদ্যোগ নিলো বারাসাত ব্লক -১ এর বি এল আর ও সুদীপ্ত ব্যানার্জি। শুক্রবার সকালে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই ভরাট পুকুর খনন শুরু করল প্রশাসন।

North24Paragana1

Mar 31 2023, 13:56

*ফের অশোকনগর দুঃসাহসী চুরি*

উত্তর ২৪ পরগনা: বারংবার অশোকনগরে চলছে দেয়াল কেটে চুরি। ফের গতকাল আবার অশোকনগর থানা অন্তর্গত মানিকতলা ভ্যান স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুঃসাহসিক চুরি ঘটনায় আতঙ্ক অশোকনগরে। মানিকতলা ভ্যানস্টাইন সংলগ্ন এলাকায় রয়েছে সিপিআইএম পার্টি অফিস তারই গায়ে লাগানো একটি সোনার দোকান। এই উষা জুয়েলার্সে ঘটে গেল দুঃসাহসী চুরি।

দোকান মালিক জানায় কমপক্ষে ৪০-৫০ হাজার টাকার মাল খোয়া গিয়েছে। পাশের দোকানের টিম ভেঙে সোনার দোকানের দেয়াল কেটে এভাবে চুরির ঘটনায় প্রশাসনকে দায়ী করছে এলাকার মানুষ। ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

North24Paragana1

Mar 30 2023, 18:35

*রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় কাঁকিনাড়ায় পা মেলালেন সাংসদ অর্জুন সিং*

উত্তর ২৪ পরগনা: আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। প্রতি বছরই মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়ায় ঘটা করেই পালিত হয়ে থাকে রামনবমী। বৃহস্পতিবার বিকেলে কাঁকিনাড়ার আর্যসমাজ মোড় থেকে শোভাযাত্রা বেরিয়ে মাদ্রাল হনুমান মন্দিরের কাছে শেষ হয়।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এদিন হাঁটলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, তৃণমূল নেতা দীপক সাউ প্রমুখ। এছাড়া বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারীও রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন।

North24Paragana1

Mar 30 2023, 15:44

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই সাংবাদিক সম্মেলন


উত্তর ২৪ পরগনা: বাংলাজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মধ্যমগ্রামে দাবি করলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।এদিন সাংবাদিক সম্মেলন করে সাংসদ জানান ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।

গতকাল বাংলাজুড়ে সম্পূর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।যার মধ্যে বারাসাত সংসদীয় এলাকায় ১১৮ টি রাস্তা রয়েছে।এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন,ঠিক তেমনই রাস্তা সংস্কারও রয়েছে।এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করেন সাংসদ।

ভারতবর্ষে কোন রাজ্যে এত রাস্তার বিস্তার ঘটানো প্রচেষ্টা কোন মুখ্যমন্ত্রী বা কোন রাজ্য সরকার করেছে বলে সাংসদ মনে করেন না।রাস্তাই হচ্ছে সংযোগকারী মাধ্যম,রাস্তা দিয়ে যেমন অ্যাম্বুলেন্সও যায় তেমনই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতেও প্রয়োজন।রাস্তা ডেভালপ করলে মানুষের জীবনে মানউন্নয়ন ,ঘটে উন্নয়নও হয়,তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান সাংসদ থেকে জেলা নেতৃত্ব।"

North24Paragana1

Mar 30 2023, 15:44

*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই সাংবাদিক সম্মেলন*

উত্তর ২৪ পরগনা: বাংলাজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মধ্যমগ্রামে দাবি করলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।এদিন সাংবাদিক সম্মেলন করে সাংসদ জানান ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।

গতকাল বাংলাজুড়ে সম্পূর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।যার মধ্যে বারাসাত সংসদীয় এলাকায় ১১৮ টি রাস্তা রয়েছে।এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন,ঠিক তেমনই রাস্তা সংস্কারও রয়েছে।এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করেন সাংসদ। ভারতবর্ষে কোন রাজ্যে এত রাস্তার বিস্তার ঘটানো প্রচেষ্টা কোন মুখ্যমন্ত্রী বা কোন রাজ্য সরকার করেছে বলে সাংসদ মনে করেন না।

রাস্তাই হচ্ছে সংযোগকারী মাধ্যম,রাস্তা দিয়ে যেমন অ্যাম্বুলেন্সও যায় তেমনই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতেও প্রয়োজন।রাস্তা ডেভালপ করলে মানুষের জীবনে মানউন্নয়ন ,ঘটে উন্নয়নও হয়,তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান সাংসদ থেকে জেলা নেতৃত্ব।"

North24Paragana1

Mar 30 2023, 11:27

*কামারহাটি ষষ্ঠীতলায় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার*

কামারহাটি ষষ্ঠীতলায় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার 

উত্তর ২৪ পরগনা: কামারহাটি ষষ্টী তলায় গোপন সূত্রে খবর পেয়ে মদন মিত্রর ছায়া সঙ্গী ঘনিষ্ঠ রিন্টু নামে এক তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার করল কামারহাটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি।ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী রিন্টু।এই বিষয়ে তৃণমূল নেতা কমল দাস জানান,"আইন আইনের পথে চলবে।মদন মিত্র আমাদের জননেতা।তার সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সাথে কারো ছবি থাকলে সে তার ঘনিষ্ঠ হবে এটা সম্ভব নয়।" 

বিজেপি নেতা কিশোর কর বলেন, "কামারহাটি অঞ্চলে মদন মিত্র এই ধরনের দুষ্কৃতীদের নিয়ে সঙ্গে করে ঘোরাফেরা করেন।তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।এই ধরনের ঘটনা দেখে কেউ আর তৃণমূল কংগ্রেস দল করতে চাইছে না।"অভিযুক্ত তৃণমূল কর্মী রিন্টু জানিয়েছেন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।